ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন দপ্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
কলকাতার পার্ক সার্কাস এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশের উপহাইকমিশনের অবস্থান। আজ বুধবার সকালে ওই দপ্তরের কাছে গিয়ে দেখা গেছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই উপহাইকমিশনের দপ্তরের সামনে। ওই এলাকায় রাস্তাঘাট ফাঁকা। পুলিশ টহল দিচ্ছে।
জানা গেছে, এই দপ্তরে আগে ভিসার আবেদন গ্রহণ করা হলেও নতুন করে কলকাতার সল্ট লেকের সেক্টর-৫ এলাকায় ভিসার আবেদনকেন্দ্র চালু করা হয়েছে। সেখানেই আবেদনকারীরা গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন। পরে নির্দিষ্ট তারিখে গিয়ে ভিসা গ্রহণ করছেন। আবার কেউ কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাসপোর্ট-ভিসা নিচ্ছেন।
সূত্রে জানা গেছে, এখন বাংলাদেশের ভিসার জন্য প্রতিদিন ২০০ থেকে ৩০০ আবেদন জমা পড়ছে। আবার কোনো কোনো দিন ৪০০ আবেদনও পড়ছে।