ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। দুই নেতার মধ্যে আলাপচারিতার এক পর্যায়ে মোদি বলেছিলেন, তাঁর মা যে বাড়িতে থাকেন, সেটি আকারে প্রায় ওবামার গাড়ির সমান।
‘মোদি স্টোরি’ নামের একটি ওয়েবসাইটে এক দশক আগের এ ঘটনা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। একসময় ভারতের পররাষ্ট্রসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নরেন্দ্র মোদির জীবনসংক্রান্ত নানা অভিজ্ঞতা প্রকাশ করা হয় মোদি স্টোরি ওয়েবসাইটে।
বিনয় মোহন কোয়াত্রা বলেন, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ওবামার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন মোদি। এরপর তাঁরা মার্টিন লুথার কিং জুনিয়র স্মৃতিসৌধ পরিদর্শন করেন। সেখানে তাঁরা ওবামার লম্বাকৃতির লিমোজিন গাড়িতে করে গিয়েছিলেন।
গাড়িতে বসে আলাপের এক পর্যায়ে পারিবারিক বিষয়ে কথাবার্তা শুরু করেন দুই নেতা। তখন মোদির মায়ের বিষয়ে জানতে চান ওবামা। জবাবে মোদি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার মা যে বাড়িতে থাকেন, সেটি আকারে প্রায় আপনার গাড়ির সমান।’
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে ২১ সেপ্টেম্বর ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত জোট কোয়াডের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মোদি। কোয়াডের সদস্যরা হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এই সম্মেলনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন সদস্যদেশের নেতারা।