কলকাতার চাঞ্চল্যকর আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার বিচার আজ সোমবার কলকাতার শিয়ালদহের বিশেষ সিবিআই আদালতে শুরু হচ্ছে।
এই মামলার চার্জশিটে আসামি হিসেবে নাম রয়েছে একমাত্র গ্রেপ্তার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম। তবে সিবিআই চার্জশিট দিয়ে জানিয়েছিল যে এটি প্রথম দফার চার্জশিট। এখনো তদন্ত চলছে। সুপ্রিম কোর্টও এই মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ৮ নভেম্বর।
সঞ্জয় রায় আদালত থেকে বের হওয়ার পর প্রিজন ভ্যানে উঠে দুবারই চিৎকার করে বলেছিলেন, এই ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাঁকে ফাঁসানো হয়েছে আসল দোষীদের আড়াল করার জন্য।
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে গত ৯ আগস্ট। ওই দিন ভোরে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে কলকাতার সল্টলেকের পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে গ্রেপ্তার করে। সিবিআই এই হত্যা মামলার তদন্তে নেমে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। বলেছে, বহু প্রমাণ লোপাট করা হয়েছে। সিবিআই হাসপাতালের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তথ্যপ্রমাণ লোপাটের। তারও তদন্ত চালাচ্ছে সিবিআই।
এই ধর্ষণ ও খুনের কথা প্রকাশ্যে এলে রাজ্যব্যাপী শুরু হয় প্রতিবাদের ঝড়। সেই প্রতিবাদের ঝড় এখনো থামেনি। চলছে রাজ্যজুড়ে।