প্রাইভেট কারের ওপর বিলবোর্ড পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক। আজ সোমবার সন্ধ্যায় ভারতের লক্ষ্ণৌতে একানা স্টেডিয়ামের বাইরে ২ নম্বর ফটকের বাইরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামের ২ নম্বর ফটকের সামনে বিলবোর্ডটি ছিল।
গোসাইগঞ্জ সহকারী পুলিশ কমিশনার (এএসপি) অমিত কুমাওয়াত বলেন, নিহত মা প্রীতি জাগ্গি (৩৮) ও তাঁর ১৫ বছর বয়সী মেয়ে অ্যাঞ্জেল গাজীপুর পুলিশ স্টেশন এলাকার ইন্দিরা নগর কলোনির বাসিন্দা।
সুশান্ত গলফ সিটির স্টেশন হাউস অফিসার অতুল কুমার শ্রীবাস্তব বলেন, ওই মা-মেয়ে মলে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এতে তাঁরা দুজনই ঘটনাস্থলে মারা যান। আর গাড়ির চালক সরতাজ (২৮) গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।