ভারতের গুজরাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম মেলাজি বাগেলা। তাঁর কিশোরী মেয়ের একটি ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়। এর প্রতিবাদ করলে হামলার শিকার হন তিনি। গত শনিবার রাতে রাজ্যের খেদা জেলায় এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়েছে, বাগেলা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য ছিলেন। হামলায় তাঁর স্ত্রী–সন্তানও আহত হয়েছেন। বাগেলা অভিযোগ করেছিলেন, তাঁর মেয়েকে নিয়ে তৈরি ভিডিও ফুটেজটি ওই কিশোর অনলাইনে পোস্ট করেছিল। এরপরই সেটি ভাইরাল হয়। এর প্রতিবাদ করায় ওই কিশোরের পরিবারের সদস্যরা তাঁদের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাগেলার স্ত্রী মঞ্জুলা। ওই অভিযোগ অনুসারে, বাগেলা, মঞ্জুলা, তাঁদের দুই সন্তান ও এক ভাতিজা ওই কিশোরের বাড়িতে ভিডিও পোস্ট করার বিষয়ে অভিযোগ করতে যান। আলোচনার একপর্যায়ে বাগেলা ও তাঁর স্ত্রী–সন্তানদের লাঠি–ধারালো বস্তু দিয়ে আক্রমণ করেন কিশোরের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলেই বাগেলা মারা যান। মাথায় আঘাত পেয়ে বাগেলার এক ছেলে হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাগেলার মেয়ের ভিডিওটি ছিল ‘অশ্লীল’। এ ঘটনায় সন্দেহভাজন চারজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতে সমর্পণ করা হয়। তাঁরা এখনো কিছু স্বীকার করেননি।