সঞ্জয় রায়
সঞ্জয় রায়

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যা: নিজেকে নির্দোষ দাবি একমাত্র আসামির

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। গতকাল মঙ্গলবার শিয়ালদহের আদালতে তিনি এই দাবি করেন।

গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ১০ আগস্ট এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় গ্রেপ্তার হন।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) গত সোমবার শিয়ালদহের আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়।

গতকাল মামলায় সঞ্জয়কে শিয়ালদহ আদালতে হাজির করা হয়। অভিযোগপত্রের একটি ফটোকপি তাঁর হাতে তুলে দেন সরকারি আইনজীবী।

সঞ্জয় বিচারককে বলেন, ‘স্যার আমি কিছু বলতে চাই। আগের দিনও বলতে পারিনি। কিছু বলতে না পারলে তো সব দোষ আমার ঘাড়ে পড়বে।’

এরপর বিচারক বলেন, ‘আপনার যা বলার সব বলতে পারবেন।’

তখন সঞ্জয় বলেন, ‘হুজুর, আমি কিছুই করিনি। ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।’

সিবিআই এই হত্যা মামলার তদন্তে নেমে ৫৭ জনের সাক্ষ্য নিয়েছে। তারা বলেছে, বহু প্রমাণ লোপাট করা হয়েছে। তাই সিবিআইয়ের তদন্ত চলবে।

ধর্ষণ-হত্যার ঘটনার পর থেকে রাজ্যজুড়ে চিকিৎসকদের তুমুল আন্দোলন শুরু হয়। রাজপথের আন্দোলনে যুক্ত হন নানা শ্রেণি-পেশার মানুষ। গতকালও কলকাতায় চিকিৎসকদের দুটি প্রতিবাদ মিছিল হয়।

ধর্ষণ-হত্যার শিকার নারী চিকিৎসকের মা–বাবা এবার তাঁদের বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেননি। তাঁরা বলেছেন, মেয়েই তাঁদের বাড়িতে প্রথম পূজার প্রচলন করেছিলেন। সেই মেয়েই এখন আর নেই। এ জন্য তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।