এয়ার ইন্ডিয়ার ককপিটে বান্ধবীকে নিয়ে খোশগল্পে পাইলট, তদন্তের নির্দেশ

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ
 ফাইল ছবি: রয়টার্স

পাইলট ককপিটে বান্ধবীকে নিয়ে খোশগল্প করেই কাটিয়ে দিলেন পুরো যাত্রাপথ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজে এ ঘটনা ঘটেছে। ভারতের এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের এ ঘটনায় প্রশ্ন উঠেছে পাইলটের আচরণবিধি নিয়ে। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে এ বছরের ২৭ ফেব্রুয়ারি। ওই দিন দুবাই থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। আকাশে ওড়ার পরই বান্ধবীকে ডেকে পাঠান পাইলট। যাত্রীদের মধ্যেই বসে ছিলেন তিনি। বিমানযাত্রার শুরুতেই ককপিটে ঢুকে পড়েন পাইলটের বান্ধবী। তিন ঘণ্টার যাত্রাপথের পুরোটাই ককপিটে ছিলেন ওই নারী।

উড়োজাহাজের আচরণবিধির লঙ্ঘন এ কাজ, এমনটাই জানিয়েছেন সিভিল এভিয়েশনের এক কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, অভিযুক্ত পাইলট নিরাপত্তাসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। শুধু তা–ই নয়, এমন আচরণের কারণে উড়োজাহাজ চালানোর ক্ষেত্রে মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারত। উড়োজাহাজ ও যাত্রী—দুই ক্ষেত্রের সুরক্ষাই বিঘ্নিত করেছেন ওই পাইলট।

ওই পাইলটের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্তের পরেই অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির আওতায় আসতে পারেন ওই পাইলট। তবে এ ব্যাপারে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।