ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট

কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানি

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ অব্যাহত রয়েছে। অন্যদিকে বিচারপ্রক্রিয়াও এগোচ্ছে। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে মামলাটির দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। সংস্থাটি এরই মধ্যে মামলার অগ্রগতির প্রতিবেদন সিলগালা করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। আগামীকাল শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রতিবেদনটি পর্যবেক্ষণ করতে পারেন। গোটা দেশ সুপ্রিম কোর্টের শুনানি থেকে কী নির্দেশ আসে, সেদিকে তাকিয়ে আছে।

এ ঘটনায় ভারতের সুপ্রিম কোর্টে প্রথম শুনানি অনুষ্ঠিত হয় গত ২২ আগস্ট। তখন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ওই শুনানি হয়েছিল। বেঞ্চের অপর দুই বিচারপতি ছিলেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।

এদিকে বিজেপির নেতা-কর্মীরা আর জি কর–কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

ফের রাত দখল

নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গত ১৪ আগস্ট সমাজসেবী রিমঝিম সিংহ প্রথমবারের মতো নারীদের রাত দখলের ডাক দেন। এ কর্মসূচি বেশ জনপ্রিয় হয়। এরই মধ্যে অনেকবার এ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার সেই রিমঝিম সিংহ কলকাতার মানিকতলার রাজা রামমোহন হলে এক সংবাদ সম্মেলনে ফের রাত ও ভোর দখলের ডাক দিয়েছেন। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।

রিমঝিম জানান, নারী চিকিৎসকের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তাঁদের কেউ থামাতে পারবে না। আজ রোববার রাত দখল ও আগামীকাল সোমবার তাঁরা ভোর দখল কর্মসূচি পালন করবেন।