(ওপরে বাঁ থেকে) অগ্নিমিত্রা পাল, দীপক অধিকারী দেব, হিরণ্ময় চট্টোপাধ্যায় হিরণ ও জুন মালিয়া
(ওপরে বাঁ থেকে) অগ্নিমিত্রা পাল, দীপক অধিকারী দেব, হিরণ্ময় চট্টোপাধ্যায় হিরণ ও জুন মালিয়া

পশ্চিমবঙ্গে দেব-জুন মালিয়া-হিরণ-অগ্নিমিত্রা, কার ভাগ্যে কী আজ

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ শনিবার পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট হচ্ছে। আসনগুলো হলো তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর।

এই আট আসনের মধ্যে গতবারের নির্বাচনে বিজেপি জয় পেয়েছিল তিনটিতে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়ী হয়েছিল। এর মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর জঙ্গলমহল এলাকায়। গত নির্বাচনে এসব আসনে বিজেপি ভালো ফল করেছিল। এবার ভালো করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল।

আজকের নির্বাচনে মুখোমুখি হয়েছেন একঝাঁক তারকা প্রার্থী। ঘাটালে তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী দেব। তাঁর প্রতিদ্বন্দ্বী আরেক নামী অভিনেতা বিজেপির প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় হিরণ। আরও আছেন বামফ্রন্টের সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। তবে এই আসনে মূল লড়াই হবে দেব-হিরণের।

দেব ২০১৪ সাল থেকে ঘাটালের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। বলা যায়, তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি জিতে এসেছেন। তবে এবারের নির্বাচনে এখানে ঘাসফুলের (তৃণমূল) সঙ্গে পদ্মফুলের (বিজেপি) জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও দেব বলেছেন, ‘হিরণকে নিয়ে ভাবছি না।’

মেদিনীপুর আসনে মুখোমুখি হয়েছেন তারকা প্রার্থী জুন মালিয়া ও অগ্নিমিত্রা পাল। জুন তৃণমূলের হয়ে আর তারকা রাজনীতিক অগ্নিমিত্রা বিজেপির। আরও আছেন সিপিআইয়ের প্রার্থী বিপ্লব ভট্ট। একসময় মেদিনীপুর সিপিআইয়ের প্রধান ঘাঁটি ছিল। এখানে এখন বামফ্রন্টের অবস্থা ক্ষয়িষ্ণু। মূল লড়াই হবে জুন-অগ্নিমিত্রার।

তমলুকে লড়ছেন বিজেপিতে যোগ দেওয়া সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের তরুণ আইকন দেবাংশু ভট্টাচার্য ও সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়। এখানেও মূল লড়াই হবে অভিজিৎ আর দেবাংশুর। সমীক্ষা বলেছে, এই আসনে পাল্লা ভারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

বিষ্ণুপুর আসনে লড়ছেন বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খাঁ। এ আসনে তৃণমূল প্রার্থী করেছে সৌমিত্রর সাবেক স্ত্রী সুজাতা মণ্ডলকে। আরও আছেন সিপিএমের শীতল চন্দ্র কৈবর্ত। তবে সৌমিত্র-সুজাতার লড়াই জমবে—এমনটা ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের; যদিও জনমত জরিপগুলো বলছে, সৌমিত্র জয়ের মুকুট পরতে পারেন।

পুরুলিয়ায় লড়ছেন বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাতো ও তৃণমূলের শান্তিরাম মাহাতো। এখানেও মূল লড়াই হবে জ্যোতির্ময় ও শান্তিরামের। তবে কিছু ভোট কাটতে পারেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম আসনে লড়ছেন তৃণমূলের কালীপদ সরেন, বিজেপির প্রণত টুডু এবং সিপিএমের সোনামণি টুডু। এখানের লড়াই হবে ত্রিমুখী।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি আসন। এবার এই আসনে বিজেপির হয়ে লড়ছেন অধিকারী পরিবারের সদস্য শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক। কংগ্রেস প্রার্থী করেছে উর্বশী বন্দ্যোপাধ্যায়কে। এই আসনে মূল লড়াই হতে পারে বিজেপি-তৃণমূল প্রার্থীর।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৫টি আসনের ভোট গ্রহণ ইতিমধ্যে পাঁচ দফায় শেষ হয়েছে। আজ ষষ্ঠ দফায় আটটি আসনে ভোট হচ্ছে। আগামী ১ জুন শেষ দফায় নয়টি আসনে ভোট হবে। তাই শেষ দুই দফার ভোট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।

আজকের নির্বাচন উপলক্ষে আট আসনে মোতায়েন করা হয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে ২৯ হাজার ৪৬৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। রাখা হয়েছে ৮৯২টি দ্রুত পর্যবেক্ষণ দল বা কুইক রেসপন্স টিম।

ভোট হচ্ছে ১৫ হাজার ৬০০টি ভোটকেন্দ্রে। এর মধ্যে স্পর্শকাতর ভোটকেন্দ্র ২ হাজার ৬৭৮টি। ভোটার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ। ভোট শুরু হয়েছে সকাল ৭টায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।