ভারতের জাতীয় পতাকা
ভারতের জাতীয় পতাকা

হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ করল ভারত

হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী  ইসলামি রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিযবুত তাহ্‌রীর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিযবুত তাহ্‌রীর চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে। তারা সহজ–সরল তরুণদের আইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে।

পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিযবুত তাহ্‌রীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।