ভারতে বেঙ্গালুরুগামী আকাসা এয়ার ও দিল্লিগামী ইন্ডিগোর দুটি ফ্লাইটে আজ বুধবার বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে ৩ দিনে ১২টি ফ্লাইট এ ধরনের হুমকি পেয়েছে।
আকাসা এয়ারের একজন মুখপাত্র বলেন, হুমকি পাওয়া ফ্লাইটটি হলো কিউপি ১৩৩৫। ফ্লাইটটিতে ৩ শিশু, ৭ জন ক্রুসহ ১৭৭ জন আরোহী ছিলেন। পরে ফ্লাইটটি দিল্লিতে ফিরে যায়।
এদিকে ইন্ডিগোর ৬ই ৬৫১ ফ্লাইটটি মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে এ ধরনের হুমকি পেয়ে আহমেদাবাদের দিকে চলে যায়। ইন্ডিগোর একজন মুখপাত্র বলেন, উড়োজাহাজটিকে খালি জায়গায় নিয়ে নিরাপদে সব যাত্রীকে বের করে আনা হয়েছে।
অন্য যেসব ফ্লাইট এ ধরনের হুমকি পেয়েছে, সেগুলো হলো এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে শিকাগোগামী ফ্লাইট, ইন্ডিগোর দাম্মাম-লক্ষ্ণৌ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অযোধ্যা-বেঙ্গালুরু, স্পাইসজেটের দারভাঙা থেকে মুম্বাইগামী (এসজি১১৬), আকাসা এয়ারের বাগডোরা থেকে বেঙ্গালুরু (কিউপি ১৩৭৩), অ্যালায়েন্স এয়ারের অমৃতসর-দেরাদুন-দিল্লি (৯আই ৬৫০) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী (আইএক্স ৬৮৪)।
গত সোমবার ইন্ডিগোর দুটি ও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এ ধরনের হুমকি পায়। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল মুম্বাই থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরগামী আর ইন্ডিগোর দুটি ফ্লাইট দুটি ছিল মাসকাট ও জেদ্দাগামী।
এসব ঘটনায় পার্লামেন্টের স্থায়ী কমিটি বেলা ১১টায় বৈঠক করে। এর আগে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু নিজ মন্ত্রণালয় ও ডিজিসিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বেশ কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। ডার্কওয়েবকে (ইন্টারনেটের অন্ধকার জগৎ) নজরদারিতে রাখা হয়েছে।