ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। কেরালার থিরুভানান্থাপুরম আসনে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থী শশী থারুর শুরুতে বিজেপি প্রার্থী ইউনিয়নমন্ত্রী রাজিব চন্দ্রশেখরের চেয়ে খানিকটা পিছিয়ে গেলেও স্থানীয় সময় সকাল ১০টার দিকে আবার বেশ খানিকটা এগিয়ে যান।
২০০৯ সাল থেকে থিরুভানান্থাপুরম আসনটি ধরে রেখেছেন জাতিসংঘের সাবেক কূটনীতিক এবং কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। ২০১৯ সালে ওই আসনে তিনি টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন।
ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় এর আগে কখনো লোকসভার কোনো আসনে জেতেনি বিজেপি।
কেরালার সবচেয়ে জনবহুল নগরী থিরুভানান্থাপুরম। রাজ্যটিতে মূলত লড়াই হয় কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) মধ্যে। তবে ২০১৯ সালে এই আসনে বেশ ভালো করেছে বিজেপি। সেবার বিজেপি প্রার্থী কুম্মানাম রাজাশেখারান দ্বিতীয় হন।
সাত দফায় ভোট গ্রহণ শেষে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।