দীর্ঘ ৪৭ বছর পর কংগ্রেস দলের ঠিকানা বদল হচ্ছে। ১৫ জানুয়ারি, বুধবার, লুটেন্স দিল্লির আকবর রোডের ২৪ নম্বর বাংলো ছেড়ে জাতীয় কংগ্রেসের সদর দপ্তর উঠে যাবে ৯/এ কোটলা রোডে। মকরসংক্রান্তির পর দিন নতুন ভবনের উদ্বোধন করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সারা দেশের শীর্ষস্থানীয় প্রায় ৪০০ নেতাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
আকবর রোডের অফিস ছিল সরকারি বাংলো। একতলা। কোটলা রোডের জমিতে কংগ্রেস তৈরি করেছে নিজের অফিস। ছয় তলা। নাম ‘ইন্দিরা গান্ধী ভবন’। ২০০৯ সালে ক্ষমতাসীন কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই ভবনের শিলান্যাস করেছিলেন। দীর্ঘ ১৫ বছর পর দলের সদর দপ্তরের বদল মনমোহন দেখে যেতে পারলেন না। গত ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
কংগ্রেসের নতুন ভবন যে রাস্তায় তৈরি, আগে তার নাম ছিল রাউজ অ্যাভিনিউ। ইংরেজ এই স্থপতির নামে রাখা রাস্তার নাম পাল্টে করা হয় দীনদয়াল উপাধ্যায় মার্গ। সেটি করা হয় ১৯৭৮ সালে, জনতা পার্টির শাসনামলে। দীনদয়াল উপাধ্যায় ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম প্রাণপুরুষ ও দক্ষিণপন্থী ভারতীয় জন সংঘের নেতা। জন সংঘই পরে হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই রাস্তার ওপরেই গড়ে তোলা হয়েছে বিজেপির নতুন দপ্তর। আম আদমি পার্টির অফিসও এ ঠিকানায়—দীনদয়াল উপাধ্যায় মার্গ। কংগ্রেসের নতুন অফিস এই রাস্তার ওপর হলেও জমির অন্য দিক পড়ছে কোটলা রোডের ওপর। নতুন ভবনের মূল প্রবেশদ্বার ওই কোটলা রোডের ওপরেই করা হয়েছে, যাতে অফিসের ঠিকানা দীনদয়াল উপাধ্যায় মার্গ না হয়ে কোটলা রোড হয়। আদর্শগত বিরোধী যে দলের সঙ্গে, সেই দলের নেতার নামে রাখা রাস্তায় কংগ্রেসের অফিস থাকা বিড়ম্বনা। তা এড়াতেই এই সিদ্ধান্ত।
২৪ আকবর রোডের বাংলোয় কংগ্রেস অফিস করেছিল ১৯৭৮ সালে। আগের বছর লোকসভা ভোটে পরাজয় ঘটে ইন্দিরা গান্ধীর। স্বাধীনতার পর প্রথমবার কেন্দ্রক্ষমতা হারায় কংগ্রেস। দলে ভাঙনও ধরে তখন। ঠিকানাহীন কংগ্রেসকে ওই সময় নিজের সরকারি আবাসস্থল ছেড়ে দিয়েছিলেন অন্ধ্র প্রদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্য গদ্দাম বেঙ্কটস্বামী। সেই থেকে এত কাল ২৪ আকবর রোডই কংগ্রেসের ঠিকানা। বহু চড়াই–উতরাইয়ের সাক্ষী।
আগামী সপ্তাহে হতে চলেছে ঠিকানা বদল। ২৪ আকবর রোড থেকে ৯/এ কোটলা রোড।