ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে

রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে: ভারতের সেনাপ্রধান

রাজনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণ করতে গিয়ে বিভিন্ন দেশ নতুন করে সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। তিনি বলেছেন, ভূরাজনৈতিক চালচিত্র নজিরবিহীন পরিবর্তনের মুখে পড়েছে। আজকের দিনে কঠোর শক্তি প্রয়োগের আগ্রহ দেখাচ্ছে দেশগুলো।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিরক্ষাবিষয়ক সম্মেলনে এসব কথা বলেন মনোজ পান্ডে। তাঁর কথায়, ‘বিশ্বব্যবস্থায় দেশগুলো নিজেদের স্বার্থকেন্দ্রিক হয়ে উঠছে। এ ছাড়া নিজেদের নিরাপত্তার বিষয়ে তারা আধিপত্য বাড়াচ্ছে। বিষয়গুলো এখন সুস্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তাদের মূল শক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। রাজনৈতিক ও সামরিক স্বার্থ পূরণ করতে গিয়ে সংঘাতে ফেরার পরিস্থিতি তৈরি হচ্ছে।’

ভারতের সেনাপ্রধান বলেন, পরাশক্তিগুলোই শুধু অত্যাধুনিক প্রযুক্তিগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছে না। রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন পক্ষগুলোর হাতেও এ ধরনের প্রযুক্তি রয়েছে। সংঘাতে অসমতা বিপর্যয়কর এক পরিস্থিতির ঝুঁকি বাড়িয়েছে।

ভারতের জাতীয় স্বার্থের বিষয়টি উল্লেখ করে সম্মেলনে মনোজ পান্ডে বলেন, ভারতের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজন রয়েছে। এ কারণে সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত। ভারতের সেনাবাহিনী মূলত স্থলভিত্তিক। এই বাহিনীকে তৎপর ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে হবে, যেন তারা বহুমুখী পরিবেশে কর্মকাণ্ড চালাতে পারে এবং অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করতে পারে।

ভারতের সেনাপ্রধান বলেন, ‘স্বদেশীকরণ’ থেকে ‘স্বশক্তিকরণের’ কাজ চলছে। এ ক্ষেত্রে সব খাতেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মৌলিক দক্ষতার বিকাশে এটা জরুরি।

ভারতের সামরিক খাতে স্বনির্ভরতার বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে নিরাপত্তা সম্মেলনে মনোজ পান্ডে বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে কীভাবে যুদ্ধের কারণে প্রযুক্তি ও অস্ত্র সরবরাহে বাধা আসতে পারে। ফলে অতি জরুরি প্রযুক্তি সরবরাহে বাধা আসার ঝুঁকি তৈরি হতে পারে। ভারতের লক্ষ্যপূরণের জন্য তাই স্বনির্ভর হওয়াটা গুরুত্বপূর্ণ।