ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি সেতু থেকে বাস পড়ে গেছে। এতে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। আজ মঙ্গলবার মধ্যপ্রদেশের খারগনের দশঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এ তথ্য জানিয়েছেন।
নরোত্তম মিশ্র জানান, বাসটি ৫০ জন আরোহী নিয়ে ইন্দোরে যাচ্ছিল। দশঙ্গা গ্রামে একটি সেতু অতিক্রম করার সময় বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয় মানুষজনের সহায়তায় উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধার করেন।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ৪ লাখ রুপি করে এবং গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া যাঁদের আঘাত গুরুতর নয়, তাঁদের সবাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।
এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ২ লাখ রুপি করে দেওয়ার কথা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দেওয়া হবে জনপ্রতি ৫০ হাজার রুপি।