বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আজ শনিবার কলকাতায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কালচারাল অ্যান্ড লিটেরারি ফোরাম’ এ প্রতিবাদ সভার আয়োজন করেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ফোরামটির নেতৃত্ব দিচ্ছে।
আজ বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরের রাণুছায়া মঞ্চে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি হিন্দুদের জানমাল রক্ষা, লুটপাট বন্ধ ও মন্দিরে হামলা রোধ করারও আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা জোরদার করতে হবে। একাত্তরের চেতনায় ফিরে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সভায় বক্তব্য দেন আসানসোলের সাবেক মেয়র ও বিজেপি নেতা জীতেন্দ্রনাথ তেওয়ারি, বিজেপির সাবেক সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বক্তৃতা শেষে মঞ্চে আবৃত্তি, পথনাটক আর সংগীতের মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়।