পেট্রাপোল বন্দরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ, ভারত, ২৭ অক্টোবর
পেট্রাপোল বন্দরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ, ভারত, ২৭ অক্টোবর

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি আসবে। এই রাজ্য পরিণত হবে সোনার বাংলায়।

আজ রোববার সকালে উত্তর চব্বিশ পরগনার বেনাপোল–পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তের পেট্রাপোল বন্দরে আধুনিক টার্মিনাল উদ্বোধনের সময় এ কথা বলেন অমিত শাহ। এই টার্মিনাল উদ্বোধনের ফলে এখান থেকে আন্তর্জাতিক যাত্রী চলাচল এবং বৈদেশিক বাণিজ্যের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য, দেশের উন্নয়ন করা। কেন্দ্রীয় সরকার এই বাংলার উন্নয়নের জন্য হাজার হাজার কোটি রুপি দিলেও, তা চলে যাচ্ছে তৃণমূলের নেতাদের পকেটে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মোদি সরকার গত ১০ বছরে এই রাজ্যের উন্নয়নের জন্য ৭ লাখ ৭৪ হাজার কোটি রুপি দিয়েছে। কিন্তু সেই কেন্দ্রীয় প্রকল্পের অধিকাংশ টাকা তৃণমূলের নেতাদের পকেটে গেছে। তাই ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনুন। আর এই বাংলাকে সোনার বাংলা রূপে গড়ে তুলুন।’