এবার বাংলাদেশের পণ্য বর্জনের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার পক্ষপাতী তিনি।
দিলীপ ঘোষের আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন রাজ্যের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ভারতের আলু, পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধের দাবি জানিয়েছিলেন। বাংলাদেশের নাগরিকদের ভারতে ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের দেশে বাংলাদেশের পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারতবিরোধী কাজ করবে বাংলাদেশ, তা মানা যায় না। তাই বাংলাদেশের পণ্য কেনা বন্ধ করা হোক।’ তবে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুর মেলাননি।
১০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা স্থল সীমান্তে সনাতন সমাজ আহূত এক প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। সেদিন ঘোজাডাঙ্গা সীমান্তে ভারত-বাংলাদেশের চলমান আন্তর্জাতিক বাণিজ্য কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই। ওরা নির্ভরশীল।’