উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরে

ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গড়ার দাবি করুক, চান উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের উচিত কেন্দ্রে সরকার গঠনের দাবি করা।

গতকাল মঙ্গলবার ঘোষণা করা লোকসভা নির্বাচনে ফলে ইন্ডিয়া জোট দারুণ সাফল্য দেখানোর পর উদ্ধব ঠাকরে এমন মন্তব্য করলেন।

উদ্ধব ঠাকরে বলেন, ‘আমাদের উচিত সরকার গঠনের (কেন্দ্রে) দাবি করা। আমি কাল (বুধবার) সন্ধ্যায় দিল্লি যাব। সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।’

মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট বেশ ভালো ফল করেছে। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট রাজ্যে ৩০টি আসন পেয়েছে। বিজেপির দখলে গেছে ১৭টি আসন।

এদিকে লোকসভা নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চসংখ্যক আসন পেলেও তাদের এনডিএ তিন শ আসনও ছুঁতে পারেনি। প্রবলভাবে উঠে এসেছে ‘ইন্ডিয়া’ জোট।

এর মধ্য দিয়ে টানা এক দশক পর মোদির বিজেপির একদলীয় শাসনের অবসান ঘটছে। সরকার গড়লেও প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে এখন থেকে হতে হবে পরমুখাপেক্ষী। তাঁর ঘাড়ে প্রতিনিয়ত শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া।