তৃণমূল কংগ্রেস ও বিজেপি
তৃণমূল কংগ্রেস ও বিজেপি

ভারতে তিন রাজ্য ভোটের ফল আজ, জরিপে ত্রিপুরা–নাগাল্যান্ডে বিজেপি, মেঘালয়ে দ্বিতীয় তৃণমূল

উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাসে তিন রাজ্যেই নির্বাচন হয়েছিল। ত্রিপুরায় বিজেপি ও নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি) অনায়াসেই জয়ী হবে বলে ভারতে একাধিক বুথফেরত সমীক্ষায় (এক্সিট পোল) জানানো হয়েছে।

তবে জাতীয় স্তরের কয়েকটি টেলিভিশন চ্যানেল বুথফেরত সমীক্ষায় বিজেপিকে ত্রিপুরায় জিতিয়ে দিলেও রাজ্যের চ্যানেলগুলোর অনেকেই কিন্তু এক্সিট পোলে বাম-কংগ্রেস জোটকে এগিয়ে রেখেছে। বুথফেরত সমীক্ষা অতীতে অনেক সময় ফলাফলের ভুল ইঙ্গিত দিয়েছে।

তিন রাজ্যের মধ্যে ত্রিপুরায় নির্বাচন চলাকালে বাম-কংগ্রেস জোটের নেতৃত্বকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। তবে গত কয়েক দিনে জোট যথেষ্ট চুপচাপ; বরং উল্টো দিকে নেডার (নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স) প্রতিষ্ঠাতা এবং মুখ্য আহ্বায়ক, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, জয়ের বিষয়ে তিনি নিশ্চিত।

বিশ্বশর্মা বলেন, ত্রিপুরা, নাগাল্যান্ডে অবস্থা একই থাকবে। ত্রিপুরায় বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এনডিপিপি থেকে হবেন, যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন। তবে মেঘালয় রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ফল ঘোষণার পরেই বোঝা যাবে।

নেডা উত্তর-পূর্ব ভারতে বিজেপির নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট, যা ২০১৬ সালে গঠন করেছিলেন বিশ্বশর্মা। উত্তর-পূর্ব ভারতে নির্বাচনের দায়িত্ব প্রধানত তাঁর ওপরই রয়েছে। তিনি মনে করছেন, ত্রিপুরা ও নাগাল্যান্ডে অবস্থার পরিবর্তন হবে না।

বাম-কংগ্রেস জোট নির্বাচনের এক সপ্তাহ পর বলেছে, নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। অত্যন্ত ধীরগতিতে ভোট হয়েছে। ত্রিপুরায় সিপিআইএম দলের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, ইভিএমে বোতাম টেপার অনেক পরে শব্দ হয়েছে।

তবে জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেসের প্রধান নেতা সুদীপ রায়বর্মন দুজনেই বলেছেন, তাঁদের জোটই ক্ষমতায় আসছে।

নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি জোট ক্ষমতাসীন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এনডিপিপির নেতা। রিও বিভিন্ন দফায় পৃথকভাবে ১৮ বছর ধরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। নাগাল্যান্ডে এনডিপিপি লড়েছে ৪০টি আসনে, বিজেপি ২০টিতে। কোনো বিশ্বাসযোগ্য বিরোধী দল না থাকার ফলে নিশ্চিতভাবেই বলা যেতে পারে এনডিপিপি-বিজেপি জোটই সেখানে ক্ষমতায় আসবে।

তবে মেঘালয়ে ভালো রকম অস্বস্তিতে রয়েছে বিজেপি। হিমন্ত বিশ্বশর্মার বক্তব্যেই তা পরিষ্কার। মেঘালয়ে তাঁরা জিতবেন কি না বা জিতলেও কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে দ্বিধায় বিশ্বশর্মা।

এর কারণ, মেঘালয়ের ক্ষমতাসীন দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বিজেপিসহ অন্যান্য দলের সঙ্গে মিলে ২০১৮ সাল থেকে সেখানে সরকার চালালেও, নির্বাচন লড়ছে পৃথক ও এককভাবে।