ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোমবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ও বর্ধমান-দুর্গাপুরে বিজেপির প্রার্থীদের নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন। তিনি নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে বীরভূমের সাইথিয়ায় নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ আন্দোলনে শরিক হতে সবার প্রতি আহ্বান জানান।
আজ দুপুরে অমিত শাহ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের নির্বাচনী এক রোড শোতে অংশ নেন। এ আসনের ভোট ১৩ মে। এই রোড শোতে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩০টিতে জয়ী হবেন বলে তাঁরা নিশ্চিত, বরং এ সংখ্যা বেড়ে ৩৫ হতে পারে। তিনি মমতাকে প্রশ্ন করে জানতে চান, মমতা দিদি কি সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে নির্দোষ মনে করেন? সন্দেশখালীর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেউ রেহাই পাবেন না বলে তিনি হুঁশিয়ার করেন। তিনি বলেন, এই বাংলায় দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতির অবসান হবে।
এরপর বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে অংশ নেন অমিত শাহ। সেখানে তিনি মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান। মোদি ক্ষমতায় এলে দেশ থেকে সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটবে। দেশ থেকে দুর্নীতিরাজের অবসান হবে। অবসান হবে অনুপ্রবেশকারীদের দাপট। এই অনুপ্রবেশকারীরা মমতার ভোটব্যাংক বলে দাবি করেন তিনি।
অমিত শাহ আরও বলেন, দুর্গাপুরে আজ শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। শিল্প কমে যাচ্ছে। মোদিজি ক্ষমতায় এলে দুর্গাপুরে শিল্প কারখানা হবে। দুর্গাপুরে স্টিলপ্ল্যান্ট ও ইউরিয়া প্ল্যান্টে নতুন বিনিয়োগ হবে। দুর্গাপুরকে আবার শিল্প শহর হিসেবে নতুন করে গড়া হবে। অমিত শাহ আরও বলেন, দেশজুড়ে কার্যকর করা হবে সিএএ। মমতাদি রুখতে পারবেন না।
এদিকে বীরভূমের সাইথিয়ায় এক নির্বাচনী প্রচারে যোগ দিয়ে মমতা বলেন, ‘যত দিন বেঁচে থাকব এই বাংলায় থাকব। বাংলার মানুষের সঙ্গে মিশে থাকব।’ বীরভূম আসনের তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের প্রচার সভায় সাইথিয়ায় আসেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘মোদি দেশের জন্য কোনো কাজ করেননি। দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়েছেন। এর বিরুদ্ধে আমাদের এক হয়ে মোদি হটাও, দেশ বাঁচাও আন্দোলনে শরিক হতে হবে। মোদি সরকার নোটবন্দী করে মানুষের অর্থ লুট করেছে। বিজেপি সারা দেশে লুটপাট চালিয়েছে। তাই এবার সময় এসেছে মোদিকে সরিয়ে দেওয়ার।’
তাই মমতা এ সভা থেকে ডাক দেন, ‘মোদি সরকারকে পাল্টে দিন, বদলে দিন। ১০ বছরে মানুষের জন্য কী করেছে মোদি? সবই শূন্য। এবার এই নির্বাচনের মধ্য দিয়ে মোদিকে হটান। দেশ বাাঁচান। ইন্ডিয়া জোটকে সরকার গড়তে দিন।’