চার চোখের বিরল প্রজাতির মাছ
চার চোখের বিরল প্রজাতির মাছ

বিচিত্র

চার চোখের বিরল মাছ

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ব্যাপক বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হিয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার নানা ছবি ও ভিডিও আসছে। এর মধ্যে চার চোখের মাছের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অল ইন্ডিয়া রেডিও নিউজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে চার চোখের ওই মাছের ছবিটি দেওয়া হয়েছে।

অল ইন্ডিয়া রেডিও নিউজ ওই ভিডিও দিয়ে লিখেছে, আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় এক ব্যক্তির জালে বিরল প্রজাতির এই মাছ ধরা পড়েছে। মাছের চারটি চোখ ও লম্বা মেরুদণ্ড রয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাছটি সাদা–কালো ডোরাকাটা। এর চারটি চোখ রয়েছে। রয়েছে দীর্ঘ মেরুদণ্ড। মাছটি দেখতে অনেক মানুষ সেখানে ভিড় করেছেন। এক ব্যক্তি মাছটি তুলে ধরে দেখাচ্ছেন।

বৃষ্টি কমে যাওয়ায় আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, রাজ্যের ১৪ জেলার ৫ লাখ ৩৫ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজ্যের নওগাঁ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় ৩ লাখ মানুষের ওপর বন্যার প্রভাব পড়েছে।

বন্যার কারণে রাস্তাঘাট, সেতু, অন্যান্য সম্পদসহ রাজ্যের বিভিন্ন জেলার নানা অবকাঠামোর ক্ষতি হয়েছে। পরিস্থিতির যাতে আরও অবনতি না হয়, সে জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।