বুথফেরত সমীক্ষা

ভারতে ৫ রাজ্যে নির্বাচন: দুটিতে জয় পাচ্ছে বিজেপি, দুটিতে কংগ্রেস

বিজেপি ও কংগ্রেসের লোগো
ছবি: সংগৃহীত

ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনে দুটিতে জয় পেতে যাচ্ছে বিজেপি, দুটিতে কংগ্রেস। অপরটিতে ঝুলন্ত বিধানসভা হতে পারে।

কয়েকটি বুথফেরত সমীক্ষার সমষ্টির আলোকে পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে এ পূর্বাভাস দিয়েছে এনডিটিভি।

গত ৭ নভেম্বর শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম—এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। ভোটের ফলাফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

পাঁচ বিধানসভার এই ভোটকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ‘সেমিফাইনাল’ বলা হচ্ছে।

কয়েকটি বুথফেরত সমীক্ষার সমষ্টির আলোকে এনডিটিভির পূর্বাভাস হলো, মধ্যপ্রদেশ ও রাজস্থানে জয় পেতে যাচ্ছে বিজেপি। ছত্তিশগড় ও তেলেঙ্গানায় সরকার গড়তে যাচ্ছে কংগ্রেস। আর মিজোরামে ঝুলন্ত বিধানসভা হতে যাচ্ছে।

এনডিটিভির পূর্বাভাস অনুযায়ী, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ১২৪ আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ১০২ আসন। এখানে সরকার গড়তে দরকার ১১৬ আসন।

রাজস্থান বিধানসভার আসন ২০০টি। ভোট হয়েছে ১৯৯ আসনে। এখানে বিজেপি পেতে পারে ১০৪ আসন, কংগ্রেস ৮৫ আসন। সরকার গড়তে দরকার ১০০ আসন।

৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৪৯ আসন। বিজেপি পেতে পারে ৩৮ আসন। এখানে সরকার গড়তে দরকার ৪৬ আসন।

তেলেঙ্গানা বিধানসভা ১১৯ আসনের। এখানে কংগ্রেস পেতে পারে ৬২ আসন। বিআরএস ৪৪ আসন, বিজেপি ৭ আসন। সরকার গড়তে দরকার ৬০ আসন।

মিজোরাম বিধানসভা ৪০ আসনের। সরকার গড়তে দরকার ২১ আসন। এখানে জেপিএম পেতে পারে ১৭ আসন। এমএনএফ পেতে পারে ১৪ আসন। আর কংগ্রেস পেতে পারে ৭ আসন। অর্থাৎ এখানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে রাজ্যে ঝুলন্ত বিধানসভা হতে পারে।