ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভারতের ওডিশায় এ পর্যন্ত ২৮৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে এএফপি। তিন ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের বগিগুলো দুমড়েমুচড়ে গেছে। ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন। এএফপি বলছে, আহত হয়েছেন ৮৫০ জনের বেশি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।