ছবিতে ওডিশার ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভারতের ওডিশায় এ পর্যন্ত ২৮৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে এএফপি। তিন ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের বগিগুলো দুমড়েমুচড়ে গেছে। ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন। এএফপি বলছে, আহত হয়েছেন ৮৫০ জনের বেশি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনটি ট্রেন, দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী। এই তিন ট্রেনের সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বগি। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
ছবি: এএফপি
তিনটি ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত হয়ে পড়ে বেশ কয়েকটি বগি। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
লাইনচ্যুত বগির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন উদ্ধারকর্মী। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের বগি। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
তিনটি ট্রেনের সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি বগি। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার তৎপরতা। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় ভারতের বিভিন্ন সরকারি সংস্থা। স্থানীয় লোকজনও এ কাজে যুক্ত হন। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর চলছে উদ্ধারকাজ। ৩ জুন, ভারতের ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায়