দিল্লির বাতাসের মান ভয়াবহ খারাপ, ধোঁয়াশাচ্ছন্ন। আজ ১৮ নভেম্বর, নয়াদিল্লির ময়ূর বিহার এলাকা
দিল্লির বাতাসের মান ভয়াবহ খারাপ, ধোঁয়াশাচ্ছন্ন। আজ ১৮ নভেম্বর, নয়াদিল্লির ময়ূর বিহার এলাকা

দিল্লিতে দূষণ: দশম ও দ্বাদশ ছাড়া অন্যান্য শ্রেণির ক্লাস অনলাইনে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দশম, দ্বাদশ ছাড়া সব শ্রেণির ক্লাস চলবে অনলাইনে। কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে থাকায় আজ সোমবার থেকে দিল্লি এনসিআরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) স্টেজ–৪ জারি করেছে। দিল্লির বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ‘অত্যন্ত গুরুতর’ ক্যাটাগরিতে নেমে এসেছে।

আজ সোমবার সকালের দিকে দিল্লির একিউআই স্কোর দ্রুত বেড়ে ৪৮১। এরপর জিআরএপি উপকমিটির জরুরি বৈঠকে স্টেজ-৪ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিআরএপির স্টেজ-৪–এর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দিল্লিতে প্রয়োজনীয় পণ্য বহনকারী ও প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারী ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক প্রবেশ বন্ধ রাখা এবং নির্মাণ ও উচ্ছেদ অভিযান নিষিদ্ধ করা।

দূষণের কথা বিবেচনা করে দিল্লি সরকার দশম ও দ্বাদশ ছাড়া অন্য সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছে। স্কুলের প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে, এসব শ্রেণির ছাত্রছাত্রীরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস করবে। দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শারীরিক ক্লাস আগের মতো চলতে থাকবে।

রাজু লাল নামে এক ব্যক্তি বলেন, ‘আমার দুই সন্তান স্কুলে পড়ে, একজন নবম শ্রেণিতে এবং অন্যজন দশম শ্রেণিতে। আমি দশম শ্রেণিতে পড়া সন্তানকে স্কুলে দিলাম। নবম শ্রেণিতে পড়ুয়া শিশুটির অনলাইন ক্লাস। দূষণ শিশুদের বেশি প্রভাবিত করে।’

বাতাসের গুণমান ক্রমাগত খারাপ হতে থাকায় গুরুগ্রাম শহরে ধোঁয়াশার পুরু আস্তরণ তৈরি হয়েছে।

এ ছাড়া হরিয়ানার নুহ প্রশাসন সরকারি নির্দেশ অনুযায়ী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছে।

নুহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের নির্দেশ অনুসারে, হরিয়ানার নুহ জেলার সব সরকারি, আধা সরকারি এবং বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রশাসন সব ব্লক শিক্ষা কর্মকর্তাকে তাঁদের নিজস্ব ব্লকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে।