পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার বিরোধিদলীয় নেতা হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। একসময়ের তৃণমূলের এই নেতা ও মন্ত্রী সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন। বিধানসভার বিজেপির পরিষদীয় দলের সদস্যদের এক বৈঠকে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলের নেতা নির্বাচন করা হয়। আজ সোমবার সকালে কলকাতার বিজেপির নির্বাচনী কার্যালয়ে এ সভা হয়।
এ বছর পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় ২১৩ আসনে জেতে তৃণমূল কংগ্রেস। বিজেপি জেতে ৭৭টি আসনে। আর বাকি একটি আসনে জয়ী হয় কংগ্রেস-বামদলের জোটের শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা মহম্মদ নওশাদ সিদ্দিকি । বিজেপিই প্রধান বড় শক্তি হওয়ায় বিরোধী দলের নেতা নির্বাচিত হয় এই বিজেপি থেকে।
এর আগে এ পদে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায়ের নামও ওঠে। কিন্তু মুকুল রায় ওই দাবি থেকে সরে এসে তিনিই প্রস্তাব দেন আজ শুভেন্দু অধিকারীর নাম। এরপরই সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীকে বিরোধি দলের নেতা নির্বাচন করা হয়। বৈঠক শেষে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ।
শুভেন্দু অধিকারী এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতাকে হারিয়ে দিয়ে বিধায়ক হন। যদিও মমতা ইতিমধ্যে ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে মমতাকে এ রাজ্যের বিধানসভার একটি আসনে জয়ী হয়ে বিধানসভায় আসতে হবে।
এবারের নির্বাচনে শুভেন্দু মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে ঘোষণা করেছিলেন, মমতা নন্দীগ্রাম আসনে লড়লে তাঁকে তিনি ৫০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেবেন । মমতাও শুভেন্দুর চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজের দক্ষিণ কলকাতার ভবানীপুরের আসন ছেড়ে নির্বাচন করেন নন্দীগ্রাম আসনেই। কিন্তু তিনি মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেন।