ভারতের উত্তর প্রদেশে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর গত ২২ মাসে রাজ্যে চার হাজারের বেশি এনকাউন্টার হয়েছে। এতে নিহত হয়েছেন ১১০ জন। সরকারি হিসাবের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশ। ২০১৭ সালের ২৬ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন আদিত্যনাথ। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দেন, অপরাধ করলে কাউকে রেহাই দেওয়া হবে না। এই লক্ষ্যে পুলিশ দিয়ে রাজ্যব্যাপী চলে এনকাউন্টার।
সরকারি হিসাবের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ মাসে এনকাউন্টার হয়েছে চার হাজারের বেশি। এতে নিহত হয়েছেন ১১০ জন। আহত ২৩৮ জন।
এনকাউন্টারের ঘটনায় চার পুলিশ সদস্যও নিহত হয়েছেন।
এদিকে এনকাউন্টারের ঘটনায় ভারতের সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছেন। আদালত এ নিয়ে রাজ্যকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
যোগী আদিত্যনাথ সরকারের দাবি, এনকাউন্টার ও তাতে হতাহত হওয়ার সব তথ্য তারা প্রকাশ করছে।
এনকাউন্টারের নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেস–দলীয় সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর রাজ্যের পর উত্তর প্রদেশের মানুষও গেরুয়া শিবিরের পেশিশক্তির আস্ফালনের শিকার হচ্ছে।