ভারতে বজ্রপাতে শিশুসহ তিনজন নিহত

মুম্বাইয়ে বজ্রসহ বৃষ্টি। ছবি: হিন্দুস্তান টাইমস
মুম্বাইয়ে বজ্রসহ বৃষ্টি। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতে বজ্রপাতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার মুম্বাইয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। বজ্রপাতে নিহতদের নাম প্রকাশ করেছে মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশনের দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, নিহত দুই শিশুর একজনের নাম সারা খান (৯) আরেকজন ওমকার। বজ্রপাতে নিহত তৃতীয় ব্যক্তির নাম অনিল যাদভ (৩২) বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতে মুম্বাইয়ের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে লেগে যায় যানজট। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। বজ্রসহ বৃষ্টির কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
সন্ধ্যার অনেক পরে বৃষ্টি কমে আসলে রাস্তার পানি নামতে শুরু করে। এরপর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন :-

ভারতে গত মাসে বজ্রপাতে ৩০০ জনের প্রাণহানি