সম্প্রতি ভারতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয়। গত মে মাসে সরকারি হিসাবে ভারতে বজ্রপাতে ৩০০ জন মারা গেছে।
ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে থাকা আবহাওয়া দপ্তর জানিয়েছে, অত্যধিক বজ্রসহ বৃষ্টির কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
বজ্রপাত সম্পর্কে কোনো আগাম বার্তা দেওয়া যায় কি না, সে বিষয়টি কমিটি খতিয়ে দেখবে।
ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব এম রাজিভান বলেছেন, বজ্রপাত বা বজ্রসহ ঝড়-বৃষ্টির বিষয়টি স্থানীয় ঘটনা হিসেবে দেখা হতো। তাই একে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে তেমন গবেষণাও হয়নি। এবার মে মাসে বজ্রপাতে ব্যাপক প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে। গঠন করেছে একটি বিশেষজ্ঞ কমিটি।’
এম রাজিভান আরও বলেছেন, আবহাওয়া দপ্তর যেমন আগাম আবহাওয়া-সম্পর্কিত বার্তা দিয়ে আসছে, সেভাবে বজ্রপাতের আগাম বার্তা দেওয়া যায় কি না, তা এই কমিটি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবে। যদি দিনের শুরুতে বজ্রপাতের আগাম সতর্কবার্তা দেওয়া যায়, তবে মানুষ আগেভাগে সতর্ক হতে পারবে।