ভারতের উত্তর–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় গত এপ্রিল মাসটি ১২২ বছরের মধ্যে উষ্ণতম এপ্রিল হিসেবে আখ্যা পেয়েছে। এ মাসে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৭৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় গতকাল শনিবার ভারতের আবহাওয়া দপ্তর এসব তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, দেশের উত্তর–পশ্চিমাঞ্চল এবং পশ্চিম মধ্যাঞ্চলীয় এলাকা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা মে মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। দক্ষিণ উপদ্বীপের কিছু এলাকা বাদে দেশেটির বেশির ভাগ জায়গায় মে মাসে দিনের চেয়ে রাতে গরম বেশি পড়বে। তিনি আরও বলেন, চলতি বছরের এপ্রিল মাসে ভারতজুড়ে গড় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক শূন্য ৫ ডিগ্রি সেলসিয়াস। ১২২ বছরের মধ্যে তা চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা।
মহাপাত্রের ভাষ্য অনুসারে, ২০২২ সালের মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার খুব সম্ভাবনা আছে।
মার্চ ও এপ্রিল মাসে উচ্চ তাপমাত্রার কারণে স্বল্প বৃষ্টিপাত হতে দেখা গেছে। মার্চ মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভারতে বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রায় ৮৯ শতাংশ ঘাটতি দেখা গেছে। এপ্রিলে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৮৩ শতাংশ।
ভারত, বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে।