নিজ দল কংগ্রেস হেরে গেছে। দুই আসনে লড়াই করেছিলেন তিনি। এর মধ্যে মা–বাবার স্মৃতিধন্য আমেথি থেকে হেরে গেছেন। জিততে চলেছেন শুধু কেরালার আসনটি থেকে। এমন পরিস্থিতিতে ভারতীয় সময় বিকেল পাঁচটায় গণমাধ্যমের মুখোমুখি হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পরাজয়ে ডরে না বীর—যেন এই আপ্তবাক্যকেই সম্মান জানালেন তিনি। স্বীকার করলেন পরাজয়। অকুণ্ঠ চিত্তে শুভেচ্ছা জানালের বিজয়ী বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে নিজ দলের নেতা-কর্মীদের অভয় দিয়েছেন নেতা রাহুল। বললেন, ‘ভয় পাবেন না। একসঙ্গে থাকুন।’
রাহুল আজ সংবাদ সম্মেলনের শুরুতেই বিজয়ী দল বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। রাহুল বলেন, ‘জনতা সবকিছুর মালিক। তাদের রায় মাথা পেতে নিয়েছি। জনতা বিজেপির পক্ষে রায় দিয়েছে। আমি তাদের শুভেচ্ছা জানাই। নরেন্দ্র মোদিজিকে শুভেচ্ছা জানাই।’
রাহুল আজ নির্বাচনী প্রচারের সময় তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, জনতা যে রায় দেয়, তা আমি মেনে নেব। জনতা বিজেপির পক্ষে রায় দিয়েছে। আমি মেনে নিচ্ছি।’
ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে উত্তর প্রদেশের আমেথি থেকে হেরে গেছেন রাহুল। সেখানে বিজয়ী বিজেপির প্রার্থী স্মৃতি ইরানিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাহুল। বললেন, ‘আমেথির মানুষ স্মৃতিজির প্রতি আস্থা স্থাপন করেছেন। তাঁদের সেই রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। স্মৃতি আমেথির মানুষের ভালোবাসার মূল্য দেবেন, এই আশা করি।’
আজ দুপুর নাগাদ শোনা যাচ্ছিল, দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন রাহুল। আজ সেই ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হয়। রাহুল বলেন, সবে নির্বাচন শেষ হলো। দলের কার্যকরী কমিটি বসবে। সেখানে সিদ্ধান্ত হবে। এখনই ইস্তফার প্রশ্ন নেই।
দলীয় প্রচারের সব সময় ভালোবাসার কথা বলেছেন, হিংসার কথা বলেননি। আজ সেই কথা আবার স্মরণ করিয়ে দেন রাজীব-তনয় রাহুল।
নির্বাচনে প্রচারের লড়াইয়ে যেসব কর্মী সমর্থক ছিলেন, আজ রাহুল তাঁদেরও শুভেচ্ছা জানান। দলের কর্মীদের রাহুল। বলেন, ‘ভয় পাবেন না। আমরা একসঙ্গে লড়ব। ভালোবাসা কখনো হারে না।’