পাহাড়ঘেরা ভারতের উত্তরাখন্ড রাজ্যে ব্যস্ত এক সড়কের ওপর ঝুলছে সেতু। তবে সেতুটি মানুষের চলাচলের জন্য নয়, এটি দিয়ে চলাচল করবে সরীসৃপ–জাতীয় প্রাণী ও ছোট প্রাণী।
সেতুটির দৈর্ঘ্য ৯০ ফুট। বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি হয়েছে সেতুটি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এ ধরনের পরিবেশবান্ধব সেতু (ইকোব্রিজ) এটাই প্রথম।
সেতুর নিচের মহাসড়কটি চলে গেছে জনপ্রিয় পর্যটন এলাকা নৈনিতালের দিকে। মহাসড়কে গাড়ি চলে শাঁই শাঁই করে। প্রায়ই রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে প্রাণী। তাই এই সেতু। সেতু দিয়ে চলাচলের জন্য প্রাণীদের আকৃষ্ট করতে বনকর্মীরা সেটাতে লতা ও ঘাস লাগিয়েছেন।
রাজ্যের বন কর্মকর্তা চন্দ্র শেখর জোসি বিবিসিকে বলেন, এই মহাসড়কে অনেক সরীসৃপ ও ছোট প্রাণী গাড়ির নিচে চাপা পড়ে। প্রাণীদের গতিবিধি খেয়াল রাখতে সেতুর দুই পাশে ক্যামেরা বসানো হয়েছে।
এই সেতুই এখন পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। অনেকে যাওয়ার পথে গাড়ি থামিয়ে সেতুর সঙ্গে সেলফি তোলেন। বন কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই সেতুটি প্রাণীদেরও আকর্ষণ করবে।
একজন বন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন, এটি গভীর বন। এই এলাকায় হাতি, চিতা, হরিণ ও ষাঁড় ঘোরাঘুরি করে। গাড়িচালকেরা কিছুটা দূর থেকে এসব প্রাণীকে দেখতে পেয়ে গতি কমাতে পারেন বা বন্ধ করে দিতে পারেন। কিন্তু সাপ, টিকটিকি, কাঠবিড়ালির মতো ছোট প্রাণীকে চালকেরা দেখতে পান না।