রেলস্টেশনের কাছে একটি সড়ক। সেই সড়কের পাশে ফুটপাত। ফুটপাতে পাকা ড্রেনের ওপর একটি গাড়ি মেরামতের দোকান। সেই দোকানে দাঁড়িয়ে চার ব্যক্তি গল্প করছিলেন। তাঁদের পাশে বসে মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন একজন। আচমকা পাকা ড্রেনের স্ল্যাব ভেঙে চার ব্যক্তি নিচে পড়ে যান। পাশে যিনি মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন তিনি মোটরসাইকেলসহ ড্রেনের ভেতর পড়ে যান। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বুধবার এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তর ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমির শহরের বাবা বাওদি এলাকায়। ৭ এপ্রিল রাত ১০টার দিকে যখন এ ঘটনাটি ঘটে তখন পাশের একটি সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি ধারণ হয়। সেই ভিডিও ফুটেজ এখন অনলাইন মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ সেই ভিডিও ফুটেজ দেখেছেন। ভিডিও ফুটেজ দেখে যে যাঁর মতো মন্তব্য করছেন।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, চারজন মাঝবয়সী মানুষ ফুটপাথে দাঁড়িয়ে গল্প করছিলেন। তাঁদের পাশে একজন মোটরসাইকেল মেরামত করছিলেন। তাঁদের চারদিকে ভারী যানবাহনের বেশ কিছু টায়ার ছড়িয়ে ছিটিয়ে রাখা। হঠাৎ ড্রেনের স্ল্যাব ভেঙে পাঁচ ব্যক্তি ড্রেনের ভেতরে পড়েন। তাঁদের ওপর পড়ে মোটরসাইকেল।
পাঁচজনকে এভাবে ড্রেনে পড়ে যেতে দেখে পাশের একজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। সৌভাগ্যবশত ড্রেনটি শুকনা ছিল। ওই পাঁচ ব্যক্তি তেমন কোনো আঘাত পাননি।
এনডিটিভি বলছে, সাধারণত রাস্তার পাশে ফুটপাথে দোকান বসিয়ে যানবাহনের চাকায় হাওয়া দেওয়াসহ গাড়ি মেরামতের এমন দোকান দিয়ে থাকেন অনেকে। অনেক শহরে এভাবে ড্রেনের ওপর এসব দোকান গড়ে উঠেছে। এর মধ্যে কিছু ড্রেনের স্ল্যাব পুরোনো। এতে এ রকম ঘটনা আরও ঘটার ঝুঁকি তৈরি হয়ে আছে।