নির্ভয়া হত্যা

ফাঁসির টাকা মেয়ের বিয়েতে খরচ করবেন জল্লাদ

নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার চার আসামি (বাঁ দিক থেকে) মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত। ছবি: ফাইল ছবি
নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার চার আসামি (বাঁ দিক থেকে) মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত। ছবি: ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লির চাঞ্চল্যকর নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষী চার ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর জন্য জল্লাদ পবন পারিশ্রমিক পাবেন এক লাখ রুপি। প্রতি ফাঁসির জন্য ২৫ হাজার। এই অর্থ তিনি নিজের মেয়ের বিয়েতে খরচ করতে চান।

জল্লাদ পবনের চার মেয়ে। পবনের বাড়ি উত্তর প্রদেশের মিরাটে। আগামী ৩ মার্চ এই চার আসামির মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর হবে। অপরাধীরা বিভিন্নভাবে এই মৃত্যুদণ্ড রদ করার জন্য আইনি লড়াই করেছেন। আদালত সর্বশেষ গতকাল সোমবার জানিয়েছেন  ওই চার আসামির আর কোনো আবেদন গ্রাহ্য করা হবে না।

এই চার আসামি হলেন, বিনয় শর্মা, পবন গুপ্ত, মুকেশ সিং ও অক্ষয় কুমার সিং। আসামিদের কাছে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছে। এদিকে নির্ভয়ার মা আশাদেবী বলেছেন, ‘আমি আশা করি এটাই ফাঁসির চূড়ান্ত তারিখ হতে চলেছে। আশা করি নির্দিষ্ট দিনেই ফাঁসি হবে।’

জল্লাদ পবন জানিয়েছেন, তিনি চার কন্যার পিতা। তাঁর অভাবের সংসার। ফাঁসির টাকা দিয়ে তিনি এক মেয়ের বিয়ে দিতে চান।