পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু হচ্ছে
পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গে সাগর উপকূলে বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু হচ্ছে

ভারতের পশ্চিমবঙ্গের সাগর উপকূলে আগামী বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু হচ্ছে। দুই মাস সমুদ্রে ইলিশ ধরা বন্ধ ছিল।

ইলিশের প্রজননকালে গত দুই মাস পশ্চিমবঙ্গ সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তিন বছর ধরে পশ্চিমবঙ্গের সমুদ্রে ইলিশ কমে গেছে। এ কারণে এবার কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

পরশু অর্থাৎ বুধবার থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ট্রলারমালিকেরা ট্রলার মেরামত বা রং করে ইলিশ ও অন্যান্য মাছ ধরার জাল নিয়ে সমুদ্রে নামার প্রস্তুতি সেরে ফেলেছেন।

ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়কৃষ্ণ হালদার সাংবাদিকদের বলেছেন, এবার ১১ হাজারের বেশি ট্রলার সমুদ্রে ইলিশ ধরতে নামছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ৭ হাজার ট্রলার রয়েছে। এ ছাড়া উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দীঘাসহ অন্য সমুদ্রতীরবর্তী এলাকার মৎস্যজীবীদেরও ট্রলার রয়েছে। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে দুই হাজার ট্রলার নামবে সমুদ্রে।

মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কুলতলী, পাথর প্রতিমা, সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার, বকখালি, ফলতা, হরিরামপুর, সীতারামপুর, নৈনানে ইলিশ ধরতে সমুদ্রে নামবেন। পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর এবং উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার সমুদ্র উপকূলের কয়েক শ জেলেও ট্রলার নিয়ে যাবেন ইলিশ ধরতে। ভালো ইলিশ পাওয়ার আশা করছেন মৎস্যজীবীরা।