পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদকে তুলে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী

সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়
ছবি  : ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে আজ সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে। নারদা কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় বাহিনী আজ সকালে হাকিমের বাড়িতে গিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।

এর আগে পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড় মন্ত্রী হাকিম, প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দেন। এঁরা সবাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নেতা।