পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় চার নতুন মুখ আনা হয়েছে। একই সঙ্গে কিছু মন্ত্রীর দপ্তর ও দায়িত্ব অদলবদল হয়েছে। এর বাইরে মন্ত্রিসভায় বড় ধরনের কোনো রদবদল হয়নি।
এ ছাড়া পার্থ চট্টোপাধ্যায় ও পূর্ণেন্দু বসুকে বাদ দেওয়ার মতো কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।
রীতি অনুয়ায়ী, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য সর্বাধিক ৪৪ জন পর্যন্ত হতে পারে। সে অনুযায়ী এত দিন চারজন সদস্য কম ছিলেন। এখন ৪৪ জনের কোটা পূর্ণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজভবনে চারজন নতুন মন্ত্রী শপথ নেন। তাঁরা হলেন তাপস রায়, সুজিত বসু, রত্না ঘোষ ও নির্মল মাজি।
চার মন্ত্রীর শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কে কোনো দপ্তর পাচ্ছেন।
রাজ্য মন্ত্রিসভার পরিষদীয় বিষয়ক দপ্তরে পূর্ণমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেওয়া হয়েছে তাপস রায় ও সুজিত বসুকে। তাঁরা দুজনই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। তাপস রায়কে পরিকল্পনা দপ্তরের ও স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে।
সুজিত বসুকে দমকলের স্বাধীন দায়িত্বও দেওয়া হয়েছে। শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর দমকল সামলাচ্ছিলেন ফিরহাদ হাকিম।
মলয় ঘটকের শ্রম দপ্তরে প্রতিমন্ত্রী হয়েছেন নির্মল মাজি।
রত্না ঘোষকে যুক্ত করা হয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্রের হাতে থাকা মাঝারি, ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের সঙ্গে।
মন্ত্রিসভায় যাঁরা আগে থেকেই ছিলেন, তাঁদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব বেড়েছে। চন্দ্রিমা এত দিন স্বাস্থ্য, আদিবাসী ও ভূমিসংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তাঁকে আবাসন দপ্তরের স্বাধীন দায়িত্বও দেওয়া হয়েছে।