পশ্চিমবঙ্গের নাম বদলে কেন্দ্রের 'না'

পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের নাম বদলাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে তা জানিয়ে দিল। আজ বুধবার ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এক প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানান। তিনি জানান, রাজ্যের নাম বদলাতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন।

প্রশ্নটি করেছিলেন সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার যে প্রস্তাব কেন্দ্রের কাছে পেশ করেছিলেন তা গ্রাহ্য করছে কি না।

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রচেষ্টা বহুদিনের। ২০১১ সালে বাম ফ্রন্ট সরকার প্রথম এই বিষয়ে একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায়। অন্যান্য নানান যুক্তির মধ্যে অন্যতম ছিল ইংরেজি বর্ণমালা অনুযায়ী ‘ডব্লিউ’ একেবারে শেষ দিকে হওয়ায় পশ্চিমবঙ্গ সবার শেষে উল্লেখিত হচ্ছে।

নাম থেকে ‘পশ্চিম’ বাদ দিলে ইংরেজি বর্ণমালা অনুযায়ী ‘বি’ প্রথম দিকে থাকবে। এ ছাড়াও অন্য এক যুক্তি হলো, ‘পূর্ব বাংলা’র অস্তিত্ব যখন নেই, ‘পশ্চিম’ নাম রাখার তা হলে যৌক্তিকতা কোথায়? একই যুক্তিতে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস সরকারও নাম বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায়। রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাবটি রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল।

পরের বছর রাজ্য সরকারকে জানানো হয়, ‘পশ্চিমবঙ্গ’ পাল্টে ‘বাংলা’ করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ছিল, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করা হলে বাংলাদেশের সঙ্গে সাযুজ্যজনিত কারণে বিভ্রান্তি সৃষ্টি হবে।