দার্জিলিংয়ে পর্যটকদের দরজা আজ থেকে বন্ধ

কলকাতার বেলেঘাটার সংক্রামক ব্যাধির আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্দেহভাজন ৯ জনকে। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার বেলেঘাটার সংক্রামক ব্যাধির আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্দেহভাজন ৯ জনকে। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের শৈলশহর দার্জিলিংয়ে আজ বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই ঘোষণা দেয়। বলা হয়েছে, যেসব পর্যটক এখনো দার্জিলিং রয়েছেন, তাঁদের আজকের মধ্যে দার্জিলিং ছাড়তে হবে। সব হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট ফাঁকা করতে হবে। এর আগে সিকিম, অরুণাচল এবং ভুটানের ঢোকার দরজাও বন্ধ করা হয়। বন্ধ রয়েছে সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘা, বকখখালী, মন্দারমণিরও।

গতকাল বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ নিয়ে দেশটির ১৪টি রাজ্যে ছড়িয়ে পড়ল এই ভাইরাস। আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১।

গতকাল সন্দেহভাজন নয়জনকে কলকাতার বেলেঘাটার সংক্রামক ব্যাধির আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে সেখানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৭। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, কলকাতায় করোনায় প্রথম আক্রান্ত হয়েছেন লন্ডনফেরত এক ছাত্র।

পাঞ্জাবের লুধিয়ানার কোয়ারেন্টিনে থাকা ১৬৭ জন ভারতীয় পালিয়ে গেছেন। তাঁরা সবাই বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে এসেছিলেন। তাঁদের লুধিয়ানায় কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। গতকাল রাতে তাঁদের মধ্য থেকে ১২ জন থাকলেও বাকিরা পালিয়ে গেছেন। পাঞ্জাব পুলিশ তাঁদের ধরতে তল্লাশি অব্যাহত রেখেছে।

কলকাতা শহরে করোনায় আক্রান্ত এক রোগীর সন্ধান মেলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গতকাল থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লন্ডন থেকে কলকাতায় আসা আক্রান্ত ছাত্রকে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তাঁর বাবা, মা এবং গাড়ির চালককে রাখা হয়েছে কলকাতার রাজারহাটে নির্মিত কোয়ারেন্টিনে। ওই ছাত্রের মা পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁর বাবা নামী চিকিৎসক।

এ ঘটনার পর পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী মঙ্গলবারই স্বেচ্ছায় ‘হোম আইসোলেশনে’ চলে গেছেন।