ত্রিপুরায় গিয়ে পুলিশ কর্মকর্তাকে শাসালেন তৃণমূলের অভিষেক

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি: এএনআই

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবার ত্রিপুরার নিয়ন্ত্রণ নিতে চায়। সে লক্ষ্যে রাজ্যটিতে যাওয়া শুরু করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতিজা আজ রোববার বাংলাদেশ-সংলগ্ন ত্রিপুরার খোয়াই শহরের থানায় গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে শাসিয়েছেন।

থানার মধ্যে অফিসার ইনচার্জকে অভিষেক বলেন, তিনি তাঁর কাজ করছেন না। ১৭ মাস পর বিপ্লব দেব আর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন না।

গতকাল শনিবার তৃণমূলের নেতা–কর্মীরা বিক্ষোভ করলে সেখান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা সবাই আজ জামিন পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে আজ ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দোলা সেন ও দলের নেতা কুনাল ঘোষ।

খোয়াই শহরে গিয়ে ওই থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন তৃণমূল নেতারা। একপর্যায়ে ওসির উদ্দেশে অভিষেক বলেন, ‘আপনার কাঁধে অশোক স্তম্ভ (ভারতের প্রতীক) রয়েছে, তাই নিয়ে আপনি কথা বলছেন। মনে রাখবেন, আপনার কাঁধে পদ্মফুল (বিজেপির প্রতীক) নেই।’ এ সময় তৃণমূল নেতাদের শান্ত করার চেষ্টা করেন ওই কর্মকর্তা।

গত সপ্তাহ থেকে তৃণমূল বলতে শুরু করেছে, এখন থেকে তারা ত্রিপুরায় নিয়মিত জমায়েত, বিক্ষোভ ও প্রতিবাদ করবে। তারা রাজ্যের বাম, কংগ্রেস ও স্থানীয় রাজপরিবারের সদস্যদের সঙ্গে মিলে একটি মহাজোট গঠনের চেষ্টাও শুরু করেছে।

ত্রিপুরায় বিক্ষোভ ও রাজনৈতিক কাজকর্ম এগোতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের দলও গঠন করেছে তৃণমূল। এ দলের দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জোরালোভাবে লড়তে চায় তৃণমূল। এ জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা বিপ্লব দেবের বিকল্প কে হতে পারেন, সেই খোঁজও শুরু করেছে দলটি। এদিকে ত্রিপুরায় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল সেখানে গিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা শুরু করেছে।

ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায় বলেন, ‘পশ্চিমবঙ্গে আজকের তারিখের কথা শুধু মনে করিয়ে দিতে চাই। অমিত শাহ কলকাতায় আসবেন, সেই প্রচার করতে সেখানে গিয়েছিলাম। এই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য আমাদের শারীরিকভাবে নির্যাতন, গাড়ি ভাঙচুর ইত্যাদি করা হয়েছিল। আর সেগুলো তাদের জন্য তুচ্ছ ঘটনা ছিল। আজ গণতন্ত্রের কথা বলা হচ্ছে। যাঁরা এখন তৃণমূলীদের পক্ষে সুর চড়াচ্ছে, সেই দিন কোথায় ছিলেন আপনারা? একবারও তারা তৃণমূলীদের বিরুদ্ধে কথা বলেনি। আজ সিপিআই-এম তৃণমূলীদের সুরে সুর মেলাচ্ছে।’

তবে তৃণমূলের নেতারা বলছেন, এখন থেকে ত্রিপুরায় লাগাতার কর্মসূচি পালন করবেন তাঁরা। এরই মধ্যে অন্যান্য দল থেকে বহু মানুষ তাঁদের দলে যোগ দিয়েছেন।