তৃণমূলের গোষ্ঠীর কোন্দলে কোচবিহারে মৃত ২, জখম ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তৃতীয়বারের মতো জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দলের মধ্য গোষ্ঠীর লড়াই এখন বড় আকার নিয়েছে। কার্যত কোনো বিরোধিতা মাঠপর্যায়ে না থাকার কারণেই তৃণমূলের এক দল অপর দলকে নিয়মিত আক্রমণ করছে। সোমবার ভোরে এ ধরনের অভ্যন্তরীণ লড়াইয়ের সবচেয়ে বড় ঘটনা ঘটল কোচবিহার জেলার দিনহাটার এক ব্লকে।

অস্ত্র নিয়ে তৃণমূলের দুই পক্ষ পরস্পরকে আক্রমণ করে। গুলির ঘটনায়ও ঘটে। এতে অন্তত দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে কোচবিহার জেলার পুলিশ জানিয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

কোচবিহারের ঘটনাটি বেশ বড়। সেখানে স্থানীয় তৃণমূল এমএলএ জগদীশ বসুনিয়া ও দিনহাটা ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মণের গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে।


ঘটনায় একজন গুলিতে এবং অপরজন অস্ত্রের আঘাতে মারা গেছেন বলে জানা যাচ্ছে। কোচবিহার জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, মান্নান হক ও মোজাফফর হোসেন মারা গেছেন। আহত পাঁচজন হলেন দুলাল মিয়া, মিন্টু হক, দিলদার হোসেন, ওবায়দুল হক ও জাহাঙ্গীর আলম। তাঁরা সবাই এমএলএ পক্ষের বলে স্থানীয়রা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকাতেই তৃণমূলের মধ্যে এ ধরনের কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতৃত্ব স্বীকার করেছেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক।
কলকাতার রেড রোডে অপর একটি ঘটনায় একটি বাস্কেটবল ক্লাবের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অবশ্য কেউ মারা যায়নি।