ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার ট্রাম্পকে ফোনে মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধন ক্রমে জোরালো হয়েছে।
এনডিটিভির খবরে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী মোদি নতুন বছরে ট্রাম্প, তাঁর পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণের সুস্বাস্থ্য, উন্নতি ও সাফল্য কামনা করেন। সরকারি বিবৃতিতে বলা হয়, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক ক্রমে জোরালো হয়েছে।
ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, মোদি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কৌশলগত সম্পর্কের ওপর গুরুত্ব দেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ট্রাম্পকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
ট্রাম্পও নতুন বছরে ভারতের জনগণের উন্নতি কামনা করেন।
ভারত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক রসদ যেমন আক্রমণাত্মক হেলিকপ্টার, টহল উড়োজাহাজ, পরিবহনযোগ্য উড়োজাহাজ, গোলাবর্ষণের জন্য ছোট উড়োজাহাজ হাউটসার কিনেছে।