ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান এএন ৩২ উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটিতে আটজন ক্রু ও পাঁচজন যাত্রী রয়েছেন। আজ সোমবার বেলা ১টা থেকে উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে।
আজ ভারতীয় সময় ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের যোরহাট থেকে বিমানটি রওনা দেয় অরুণাচল প্রদেশের মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং স্টেশনের উদ্দেশে।
বেলা ১টা থেকেই বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
ইতিমধ্যেই সেনাবাহিনীকে তল্লাশি অভিযানে নামানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থাও চীন সীমান্তবর্তী পাহাড়ি রাজ্যটিতে তল্লাশি শুরু করেছে।
ভারতীয় বায়ু সেনার তরফে বিমানটির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছেন ভারতের নতুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে তিনি বিমানটির যাত্রী ও ক্রু সদস্যদের সুরক্ষার জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।