বানর গাড়ি চালাচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মনের আনন্দে গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে একটি বানর। চালক এক হাতে গিয়ার ধরে আছেন, অন্য হাতে স্টিয়ারিং ধরে বানরটিকে গাড়ি চালাতে সাহায্য করছেন। ঘটনাটি ভারতের কর্ণাটক রাজ্যে। আর যে চালক এমনটি করেছেন, তাঁর নাম প্রকাশ। তিনি কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন সংস্থার (কেএসআরটিসি) হয়ে কাজ করেন।
খবরে বলা হয়েছে, ১ অক্টোবর দেবনগরী থেকে ভারমাসাগড়াগামী কেএসআরটিসির বাসে এই ঘটনা ঘটে। একজন যাত্রী বানরের বাস চালানোর দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে সাড়া পড়ে যায়। লোকজন সমালোচনা শুরু করেন। তাঁরা চালকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন। তবে কেউ কেউ অবশ্য প্রাণীর প্রতি চালকের ভালোবাসা হিসেবে দেখেছেন বিষয়টিকে।
এ বিষয়ে কেএসআরটিসির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ওই চালককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় নিরাপত্তা পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে গাড়ি চালাতে দেওয়া হবে না। তদন্তে প্রমাণ মিললে তাঁকে বরখাস্তও করা হতে পারে।