ভারতের কেরালায় পালাক্কার এলাকায় একটি পাহাড়ের খাঁজে গত সোমবার থেকে আটকে আছেন ২০ বছরের এক তরুণ। দুই দিন ধরে চেষ্টার পরও তাঁর কাছে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। তাঁর কাছে খাবার কিংবা পানীয়ও পৌঁছানো যায়নি। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পাহাড়ের খাঁজে আটকে পড়া তরুণের নাম আর বাবু। সোমবার তিনি আটকে পড়েছেন বলে খবর পাওয়ার পর তাঁকে উদ্ধারে বেশ কয়েকটি প্রচেষ্টা চালানো হয়েছে। কোস্টগার্ডের হেলিকপ্টার ব্যবহার করেও উদ্ধার প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনোটি সফল হয়নি।
আজ বুধবার সকালে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ইতিমধ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ওই তরুণের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘মালামপুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া তরুণকে উদ্ধারের জন্য পূর্ণোদ্যমে প্রচেষ্টা চলছে। বর্তমানে ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর দুটি ইউনিট কাজ করছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে পেরেছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে। ঘটনাস্থলে পাঠানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।’
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীও উদ্ধার অভিযানে যোগ দেবে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাবুকে উদ্ধারে তৎপরতা চলার মধ্যেই জরুরি ভিত্তিতে একটি চিকিৎসক দল গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পালাক্কার জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে ওই চিকিৎসক দল বাবুর চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো তদারক করবে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তাঁর বিশেষ চিকিৎসার প্রয়োজনের কথা মাথায় রেখে পালাক্কার জেলা হাসপাতালকেও প্রস্তুত রাখার কথা জানিয়েছেন বীণা জর্জ।