কুকুর আর ঘোড়াও যোগব্যায়ামে

যোগব্যায়ামে অংশগ্রহণকারীরা। ছবি: বিবিসির সৌজন্যে
যোগব্যায়ামে অংশগ্রহণকারীরা। ছবি: বিবিসির সৌজন্যে

ভারতে গতকাল শুক্রবার পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপিত হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা এখন খুবই বেশি। তবে এত গরমেও মানুষ ঘরের বাইরে গেছে। কমপক্ষে এক ঘণ্টা যোগব্যায়াম করেছে।

যোগব্যায়াম দিবসের বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেছে অংশগ্রহণকারীরা। এমনকি ভারতের সেনাবাহিনীর ডগ ইউনিটের কুকুরগুলোও যোগব্যায়ামে অংশ নিয়েছে।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ তাদের কুকুর ও ঘোড়া নিয়ে যোগব্যায়ামে অংশ নিয়েছে। মানুষের যোগব্যায়াম ইয়োগা, কুকুরদের ডোগা ও ঘোড়াদের ব্যায়াম হোগো নামে পরিচিত।

ভারতের সেনাবাহিনীর ডগ ইউনিটও যোগব্যায়ামে অংশ নেয়। ছবি: বিবিসির সৌজন্যে

মুম্বাইয়ে সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা যোগব্যায়ামে অংশ নেন। গুজরাটে যোগব্যায়ামে সেনারা সৃজনশীলতা দেখান।

যোগব্যায়ামে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ঘোড়া নিয়ে অংশ নেয়। ছবি: বিবিসির সৌজন্যে

ঝাড়খন্ড রাজ্যে ৪০ হাজার মানুষের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, ‘শহর থেকে গ্রাম এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এলাকায় আমরা যোগব্যায়ামের চর্চা ছড়িয়ে দিতে চাই। ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধর্ম ও জাতিভেদে যোগব্যায়াম সবার জন্য।’

খোলা জায়গায় যোগব্যায়াম করছেন তাঁরা। ছবি: বিবিসির সৌজন্যে

ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে ভারতের প্রধানমন্ত্রী মাংসপেশি শিথিল করা, শরীর বাঁকানো ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যায়াম চর্চা করেন। ছবি: বিবিসির সৌজন্যে

জম্মু ও কাশ্মীরেও যোগব্যায়ামে অংশ নেয় মানুষ। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে সাগরসৈকতে মানুষ যোগব্যায়ামে অংশ নেয়।

যোগব্যায়াম করছেন মানুষ। ছবি: বিবিসির সৌজন্যে

ভারতের বিভিন্ন এলাকা ও শহরে কয়েক হাজার মানুষ যোগব্যায়ামে অংশ নেয়।