করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে চলছে লকডাউন। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া বন্ধ। এর মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে ১৭ বছরের এক কিশোর।
স্যুটকেসের মধ্যে বন্ধুকে লুকিয়ে নিজের বাড়িতে ঢোকানোর চেষ্টা করেছে সে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণে কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে।
আজ মঙ্গলবার সিএনএনের খবরে জানা যায়, কিশোর যে এলাকার বাসিন্দা, সেখানকার বিল্ডিং অ্যাসোসিয়েশন করোনার বিস্তার রোধে বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ করেছে।
ম্যাঙ্গালোর পুলিশের কর্মকর্তা এন বিশ্বনাথ বলেন, কিশোর ঘরে থেকে একঘেয়েমি ও অবসাদে ভুগছিল। তাই সে স্যুটকেসের ভেতর লুকিয়ে বন্ধুকে হাউজিং কমপ্লেক্সে ঢোকানোর চেষ্টা করে। বাসিন্দাদের সন্দেহ হয়। তারা তাকে ধরে ফেলে।
ওই হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা পুলিশে খবর দেয়। বিশ্বনাথ জানান, দুই কিশোরকে নিকটবর্তী থানায় নিয়ে সতর্ক করা হয়। শিক্ষার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরকারি হিসাবে কর্ণানাটকে ২৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ছয়জনের মৃত্যু হয়েছে।
ভারতে গত মাস থেকে লকডাউন জারি করা হয়েছে। অনেক আবাসিক অ্যাসোসিয়েশন সতর্কতা হিসেবে অন্য এলাকার লোকদের প্রবেশের ওপর বিধিনিষেধ জারি করেছে।