ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো এন বীরেন সিংকে বেছে নিয়েছে বিজেপি। আজ রোববার কেন্দ্রীয় মন্ত্রী ও মণিপুরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারমণ ও কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। খবর এনডিটিভির
মণিপুর বিধানসভা নির্বাচন গত ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ—দুই ধাপে অনুষ্ঠিত হয়। এরপর ১০ মার্চ ফল প্রকাশ করা হয়। নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পায় বিজেপি। তবে সে সময় মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম ঘোষণা করেনি দলটি।
মুখ্যমন্ত্রী পদের জন্য বীরেন সিংয়ের পাশাপাশি বিজেপির তালিকায় ছিলেন দলটির আরও দুই নেতা—বিশ্বজিত সিং ও ইয়ামনাম খেমচাঁদ। গতকাল শনিবার তিনজনই নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপরই আজ বীরেন সিংয়ের নাম ঘোষণা করা হয়।