গোটা উত্তর-পূর্ব ভারতে যথাযথ মর্যাদায় উদ্যাপিত হচ্ছে মহান বিজয় দিবস। উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশন উদ্যাপন করছে বিজয় দিবস।
আজ রোববার সকালে ভাবগম্ভীর পরিবেশে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে তোলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। উত্তোলন করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটী চাকমা। জাতীয় পতাকা উত্তোলনের পর সহকারী হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে শরিক হন হাইকমিশনের প্রথম সচিব মুহম্মদ জাকির হোসেন ভূঁইয়া এবং মিশনের অন্য কর্মকর্তা ও কর্মীরা। উপস্থিত ছিলেন আগরতলার সাধারণ মানুষও।
এই মহান দিনে বাংলাদেশের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচারিয়া।
গতকাল শনিবার রাতে আসামের গুয়াহাটিতে ব্যতিক্রম সামাজিক সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে পি বি আচারিয়া প্রতিবেশী বন্ধু দেশটির আরও উন্নয়ন কামনা করেন। ব্যতিক্রমের সভাপতি সৌমেন ভারতীয়া প্রথম আলোকে জানিয়েছেন, চলতি মাসে গুয়াহাটিতে বাংলাদেশকেন্দ্রিক একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন।
তবে গুয়াহাটিতে সহকারী হাইকমিশন বিজয় দিবস উদ্যাপন করবে ১৯ ডিসেম্বর। সেখানে উপস্থিত থাকবেন আসামের রাজ্যপাল জগদীশ মুখী। এ তথ্য প্রথম আলোকে জানান গুয়াহাটির সহকারী হাইকমিশনার শাহ মহম্মদ তনভির মনসুর।
আগরতলায় যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নতিকে বিশেষ গুরুত্ব দেন।