উত্তর-পূর্ব ভারতে ভোটার তালিকায় নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেড়ে চলেছে। এ অঞ্চলের মেঘালয়, মিজোরাম ও মণিপুর রাজ্যে নারীরাই ভোটার তালিকায় সংখ্যাগরিষ্ঠ। নারীর হার ত্রিপুরায়ও বাড়ছে।
উত্তর-পূর্ব ভারতের মেঘালয়, মণিপুর ও মিজোরামে নিজেদের আধিপত্য এবারও ধরে রাখলেন নারীরা। সদ্য প্রকাশিত ভোটার তালিকায় স্পষ্ট, নারীদের আধিপত্য বাড়ছে।
সদ্য সমাপ্ত মিজোরাম বিধানসভার ভোটার তালিকাতেও নারীদেরই প্রাধান্য চোখে পড়ে। পুরুষদের তুলনায় এই ছোট্ট পাহাড়ি রাজ্যে চিরকালই নারীরাই এগিয়ে থাকেন। এবারের ভোটার তালিকায় রাজ্যের ৭ লাখ ৭০ হাজার ৩৯৫ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৯৪ হাজার ৮৯৭ জন নারী। পুরুষের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৯৮।
মণিপুরে এবারও পুরুষদের টেক্কা দিচ্ছেন নারীরা। ভোটার তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। আর নারী ভোটের সংখ্যা ৯ লাখ ৯০ হাজার ৯৬০।
মেঘালয়েও একই অবস্থা। রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ৫৭৯। কিন্তু নারী ভোটার ৯ লাখ ৫৬ হাজার ১৩৭।
ত্রিপুরায় অবশ্য নারীরা সংখ্যার দিক থেকে এখনো পিছিয়ে রয়েছেন। তবে তাঁদের অগ্রগতি চোখে পড়ার মতো। দ্রুতগতিতে নারীরা পুরুষ ভোটারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন।
২০১৭ সালে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, প্রতি হাজার পুরুষ ভোটারপিছু ৯৬৫ জন নারী ভোটার ছিলেন। এবার তা বেড়ে ৯৭২।
তৃতীয় লিঙ্গের মানুষও কিন্তু এবার নিজ পরিচয়েই ভোট দিতে চলেছেন বেশ কয়েকটি রাজ্যে। অর্থাৎ, পুরুষ বা নারী হিসেবে নয়, তাঁরা ভোট দেবেন তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবেই।
ত্রিপুরায় তৃতীয় লিঙ্গের ১৩ জন চূড়ান্ত ভোটার তালিকায় ওই পরিচয়েই নিজেদের নাম তালিকাভুক্ত করেন। মণিপুরে সংখ্যাটি ২৬। এবারই প্রথম তাঁরা তৃতীয় লিঙ্গ হিসেবে ভোট দেবেন।